Monday, August 3, 2020

আশাশুনির নাকতাড়ায় একটি পরিবারকে অস্ত্রের মুখি জিম্মি করেছে সুকুমার https://ift.tt/eA8V8J

আশাশুনির শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামে পঞ্চাশ বছরের বসবাসকৃত ভিটাবাড়ি থেকে একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় সন্ত্রাসীদের ভয়ে একটি পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিন ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জানা গেছে নাকতাড়া গ্রামে বিমল কৃষ্ণ মল্লিক (৭৫) পঞ্চাশ বছরেরও বেশি সময় তার ভাই অমলের সাথে বসবাস করে আসছেন। একই গ্রামের সুভাষ মন্ডল ও তার দুই ছেলে সুকুমার মন্ডল ও মাধব মন্ডল গত ১ আগষ্ট শনিবার বেলা ১১ টার দিকে চাইনিজ কুড়াল, লোহার রড, দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অমল কৃষ্ণের বাড়িতে প্রবেশ করে হামলা এবং মারপিট শুরু করে। তাদের ডাক চিৎকারে জামাই সতিষ মন্ডল, মেয়ে অনিমা রানী মন্ডল দ্রুত ঘটনাস্থলে পৌছায়ে ঠেকাতে গেলে সুকুমারের হাতে থাকা কুড়াল দিয়ে অনিমা রানী ও সতিষ মন্ডলকে মারপিট করে গুরুতর জখম করে। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলকে অবহিত করলে তিনি স্থানীয় গ্রাম পুলিশ শিবপদ গাইনকে ঘটনাস্থলে পাঠান এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলেন। কিন্তু সুকুমার কোনো কিছুর তোয়াক্কা না করে প্রকাশ্য দিবালোকে কুড়াল হাতে রাস্তায় ও গ্রামের ভিতর খুন করার উদ্দেশ্যে পায়চারী করতে থাকে। তার এহেন সন্ত্রাসী কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্থ পরিবার ভীত সন্ত্রাস্ত হয়ে পড়েছে। সুকুমারের তান্ডবের ভয়ে আহত সতীস চন্দ্র মন্ডল ও স্ত্রী অনিমা রানী মন্ডল শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলি বাড়ি ফিরতে পারছে না বলে জানিয়েছেন। অন্যদিকে স্থানীয় গ্রামবাসীরা এঘটনার সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে একপাক্ষিক এই অভিযোগ সম্পর্কে সুকুমার মন্ডলের কোন বক্তব্য জানা যায়নি।

শহিদুল ইসলাম, শ্রীউলা (আশাশুনি):

The post আশাশুনির নাকতাড়ায় একটি পরিবারকে অস্ত্রের মুখি জিম্মি করেছে সুকুমার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fwmeVj

No comments:

Post a Comment