নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় টিকা প্রতিরোধযোগ্য রোগের সার্ভিল্যান্স বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা জেলার সারভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশান মেডিকেল অফিসার (আইভিডি) ডাক্তার মোহাম্মদ আমানত উল্লাহ’র পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ জন চিকিৎসক, ৬ জন নার্স, এক জন মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই), এক জন স্যানিটারী ইন্সপেক্টও, ২ জন স্বাস্থ্য পরিদর্শক, ২ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক, ৬ জন স্বাস্থ্য সহকারী ও ২৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অংশগ্রহণ করেন বলে জানা যায়। কর্মশালায় উপজেলার টিকাদান কর্মসুচীর সার্বিক অবস্থা, টিকাদানের প্রয়োজনীয়তা, টিকা প্রতিরোধযোগ্য রোগসমূহ ও রোগসমূহের সার্ভিল্যান্স এবং তদন্ত প্রতিবেদন বিষয়ক আলোচনা করা হয়।
The post কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা প্রতিরোধযোগ্য রোগের সার্ভিল্যান্স বিষয়ক প্রশিক্ষণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3gtuc1H
No comments:
Post a Comment