Wednesday, August 26, 2020

পপুলার লাইফ ইন্সুরেন্স’র চেক প্রদান ও মাসিক মিটিং https://ift.tt/eA8V8J

সীমান্ত প্রতিনিধি: ২২ আগস্ট সকাল ১০টায় সাতক্ষীরা সার্ভিস সেলে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড আল আমিন বীমা প্রকল্পের নতুন কর্মি ও পুরাতন কর্মিদের নিয়ে মাসিক ক্লোজিং ও তামাদি পলিসি আদায়, নতুন কর্মি নিয়োগ ও চেক প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত প্রকল্প পরিচালক ইনর্চাজ মো. ইমাম হোসেন। প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র জিএম মো. সাইফুল ইসলাম (রুবেল)। উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক ডা. আসাদুল হক, ডিস্ট্রিক্ট কো-অডিনেটর মোনতাজ আলি, রজব আলি, আহম্মদ আলি, আব্দুর রউফ, তাজেল হোসেনসহ সকল কর্মকর্তা। অনুষ্ঠান শেষে এসএম মোন্তাজ আলিকে ২ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

The post পপুলার লাইফ ইন্সুরেন্স’র চেক প্রদান ও মাসিক মিটিং appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3aZBQ2J

No comments:

Post a Comment