Monday, August 3, 2020

আশাশুনিতে পর্ণগ্রাফি মামলার পলাতক আসামী হাবিবুর রহমান পুলিশের হাতে গ্রেপ্তার https://ift.tt/eA8V8J

মানবপাচার ও পর্ণগ্রাফি মামলায় আটক হলেন আশাশুনির মো. হাবিবুর রহমান ওরফে হাবিব।
সাতক্ষীরা সদর থানার প্রাথমিক তথ্য বিবরণী সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই তারিখে সাতক্ষীরা সদর থানায় সদর পুলিশ ফাঁড়ির এএসআই (নি:) রবিন চন্দ্র মন্ডল বাদী হয়ে ১২(১)/১৩/৮ ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন সাতক্ষীরা থানাধীন পুরাতন সাতক্ষীরা মুন্সিপাড়া ৩ নং ওয়ার্ডের হাটখোলার কাছে জনৈক মহিবুল্লাহ প্রফেসর এর বাড়ির নিচতলা পতিতালয় হিসেবে ব্যবহারপূর্বক জনসাধারণকে পতিতাবৃত্তির জন্য আহ্বান করার অপরাধে ৪ জনের নামে মামলা দায়ের করেন।
ঘটনাস্থল থেকে ২ জন আসামীকে তাৎক্ষণিক পুলিশ আটক করে পরদিন জেলহাজতে প্রেরণ করে। ওই দিন থেকেই মামলার ৩ নং আসামী আশাশুনি সদরের হান্নান সরদারের ছেলে শহিদুল সরদার @শহিদ (৩২) এবং মামলার ৪ নং আসামী আশাশুনি সদরের ঠান্ডা গাজীর ছেলে মো. হাবিবুর রহমান @হাবিব (৩০) দুইজনই পলাতক ছিলো।
রবিবার (২ আগস্ট) মামলার ৪ নং আসামী মো. হাবিবুর রহমানকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল আশাশুনি থানা পুলিশের সহায়তার আশাশুনি এলাকা থেকে আটক করে পরদিন জেলহাজতে প্রেরণ করেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, সাতক্ষীরা সদর থানা পুলিশ হাবিবুরকে আটক করেছে রবিবার। তিনি বলেন, আসামীকে আশাশুনি থানা পুলিশ সাতক্ষীরা সদর থানা পুলিশকে খুঁজে পেতে ও আটক করতে সহায়তা করেছে।
এদিকে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসা হাবিবুর রহমান ওরফে হাবিব আটক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে এলাকার সাধারণ মানুষ একপ্রকার জিম্মি হয়ে ভয়ে তার বিরুদ্ধে কোন কিছু বলার সাহস পেতো না স্থানীয় আওয়ামী লীগের এক নেতার ছত্রছায়ায় থাকার কারনে।

পত্রদূত ডেস্ক:

The post আশাশুনিতে পর্ণগ্রাফি মামলার পলাতক আসামী হাবিবুর রহমান পুলিশের হাতে গ্রেপ্তার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fsyqGm

No comments:

Post a Comment