Tuesday, December 1, 2020

এবার বৈকারী ইউপি চেয়ারম্যান অসলের পাল্টা মোটরসাইকেল র‌্যালি https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিন তারিখ ঠিক ও তফসিল ঘোষণা না হলেও ইউপি নির্বাচনে পুনারায় আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের পাল্টা মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে কাথন্দা বাজার হতে বৈকারী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউপি বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। কয়েকজন ভাড়া মোটরসাইকেল চালকরা জানান, বৈকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে মোটরসাইকেল র‌্যালিতে কলারোয়া, কেড়াগাছী, বাঁশদহ, কুশখালী, ভোমরা, কদমতলা, সাতক্ষীরা, মাদবকাটি, বৈকারী, কাথন্দা, ঘোনা, আগরদাড়ীসহ বিভিন্ন অঞ্চলের দেড় শতাধিক ভাড়া মোটরসাইকেল ও বিভিন্ন এলাকার মানুষ অংশগ্রহণ করেন। এসব ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা পেয়েছেন জনপ্রতি ৫শত টাকা করে। মোটরসাইকেল চালকরা আরও জানান, সামনে নির্বাচন উপলক্ষে আমাদে এখন গোন এসেছে। যে যখন ডাকবে তার ডাকে সাড়া দেব। র‌্যালিতে গেলেই ৫০০ টাকা। তাতে তেলও দেয় অনেকে।

The post এবার বৈকারী ইউপি চেয়ারম্যান অসলের পাল্টা মোটরসাইকেল র‌্যালি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3fTwLLM

No comments:

Post a Comment